Wellcome to National Portal
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) বিদ্যুৎ বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd August ২০২১

এক নজরে স্রেডা

১.০      পরিচিতি

বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ, প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি হ্রাস এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা ক্রমান্বয়ে হ্রাস করে নবায়নযোগ্য জ্বালানির প্রসার, আবাসিক, বাণিজ্যিক ও শিল্পখাতে জ্বালানি সাশ্রয়, সংরক্ষণ ও দক্ষ ব্যবহারের মাধ্যমে জ্বালানির অপচয় রোধকল্পে ২০১২ সালে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) গঠিত হয়। অতঃপর ২০১৪ সালের ২২শে মে স্রেডার কার্যক্রম শুরু করা হয়।

 

১.১      রূপকল্প (Vision)

টেকসই জ্বালানি উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কার্বন নিঃসরণ কমিয়ে একটি জ্বালানি সচেতন সমাজ গঠন।

 

১.২      অভিলক্ষ্য (Mission)

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন-প্রসার, জ্বালানির দক্ষ ব্যবহার ও উন্নয়ন, জ্বালানি সাশ্রয়ী যথাযথ কার্যক্রম গ্রহণ এবং নতুন সম্ভাবনাময় টেকসই জ্বালানির ক্রমাগত অনুসন্ধান।

 

১.     অনুমোদিত জনবল কাঠামোতে সর্বমোট ৬১ পদের বিপরীতে বর্তমানে ৫৪ জন কর্মকর্তা/কর্মচারী কর্মরত আছেন। শূন্য পদের বিপরীতে বিদ্যুৎ বিভাগের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান হতে প্রেষণে, জনপ্রশাসন মন্ত্রণালয় হতে সংযুক্তিতে কর্মকর্তা/কর্মচারী পদায়ন এবং কয়েকটি পদে সরাসরি নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

 

স্রেডা’র জনবল চিত্র

নং

পদনাম

সংখ্যা

কর্মরত

শূন্যপদ

মন্তব্য

চেয়ারম্যান

 

 

সদস্য

-

 

সচিব

-

 

পরিচালক

 

উপ-পরিচালক

 

সহকারী পরিচালক

 

 

প্রোগ্রাম এসোসিয়েট গ্রেড-১

 

প্রোগ্রাম এসোসিয়েট গ্রেড-২

 

প্রোগ্রাম এসিস্ট্যান্ট

-

 

১০

গাড়ী চালক

১২

১১

আউটসোর্সিং

১১

অফিস সহায়ক

 

১২

নিরাপত্তা প্রহরী

 

১৩

পরিচ্ছন্নতা কর্মী

 

 

মোট

৬১

৫১

১০

 

 

 

২.০     বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ

 

ক্র.

প্রকল্পের নাম

উন্নয়ন সহযোগী

বাস্তবায়ন মেয়াদ

Energy Efficiency And Conservation Promotion Financing Project (জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ বৃদ্ধি কার্যক্রমে অর্থায়ন প্রকল্প)

Japan International Cooperation Agency - JICA

 

জুলাই, ২০১৮ হতে জুন, ২০২২ পর্যন্ত।    

Household Energy Platform Program in Bangladesh project (হাউসহোল্ড এনার্জি প্ল্যাটফর্ম প্রোগ্রাম ইন বাংলাদেশ’প্রকল্প)

Clean Cooking Alliance (CCA)

জুলাই, ২০১৬ হতে জুন, ২০২১ পর্যন্ত।    

Technical Assistance for Renewable Energy Resource Assesment and Piloting (TARERAP) প্রকল্প

বিশ্বব্যাংক

জুলাই ২০১৯-জুন ২০২২